*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

আমাদের সম্পর্কে

আমার সম্পর্কেঃ
Rubel
আমি মোঃ বদিউজ্জামান ( রুবেল) । আমার বয়স 29 বৎসর, বর্তমানে ঢাকা  শহরে বসবাস করছি। ব্লগ পড়তে এবং লিখতে ভালোবাসি। তাই  আমার অবসর সময়টুকু ব্লগ লিখে বিভিন্ন টপিক আপনাদের সাথে শেয়ার করে থাকি। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় 1988 সালের 14 এপ্রিল  জন্মগ্রহণ করি। ছোট বেলা দেওয়ানগঞ্জ  থানায় আমার লেখাপড়ার সময় কাটে, আর Honours থেকে  শুরু করে এখনো পর্যন্ত ঢাকা  জেলা শহরে অবস্থান করছি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি। আমার অবসর সময়ের বেশীর ভাগ সময় কাঠে কম্পিউটার এবং ইন্টারনেট জগতের সাথে। যার ফলে ইন্টারনেট ঘাটতে ঘাটতে কম্পিউটার, ইন্টারনেট এবং ব্লগিং সম্পর্কে আমার একটা ভাল অভিজ্ঞতা হয়েছে। যেমন কম্পিউটার হার্ডওয়ার, সফটওয়ার, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং, ব্লগিং এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। আমি কম্পিউটারের যে বিষয়টি পছন্দ করি সেটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। সে জন্য আমাকে একজন ভাল গ্রাফিক্স ডিজাইনারও বলতে পারেন। এগুলি দিয়ে আমি সব সময় চেষ্টা করি আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য।

IT Knowledge School : 
হ্যালো বন্ধুরা, IT Knowledge School সর্ম্পকে জানার আগ্রহের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এটি ব্লগারের নবাগত ব্লগিং ও সকল ধরনের নিত্য নূতন প্রযুক্তি সম্পর্কিত টিউটরিয়াল এবং গাইড প্রদানের একটি স্বপ্ন নিয়ে আমি Badiuzzaman ( Rubel )  ২০১৫ নভেম্বর  মাসের ০১ তারিখে সূচনা করি। দীর্ঘ দিন যাবৎ আমি  ইংরেজী একটি ব্লগ চালিয়ে আসছিলাম। কিন্তু আমার চাচাতো বোনের পরামর্শে শেষ পর্যন্ত আমি  ব্লগটি চালু করার সিদ্ধান্ত নেই। আমর ব্লগে সব সময় নিত্য নূতন টিউটরিয়াল পাবেন যা হয়ত অন্য কোন বাংলা ব্লগে পাবেন না। বিশেষ করে ব্লগ ডিজাইন করা, ব্লগ এর জন প্রিয়তা বৃদ্ধি করা, ব্লগের রেংকিং বাড়ানো এবং কম্পিউটার বিষয়ক নানা জঠিল সমস্যার সমাধান এখানে পাবেন। সুতরাং ভাল মানের ব্লগিং ডিজাইন, ব্লগিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং প্রযুক্তি বিষয়ক নানান নূতন বিষয় তুলে ধরাই হলো এই ব্লগের মূল লক্ষ্য।
এছাড়াও হিসাব বিজ্ঞান সম্পর্কে খুটিনাটি বিভিন্ন কৌশল , ইংরেজিতে ভাল করার কিছু ফরমেট , মজার মজার কৌতুক ,  ইত্যাদি বিষয় জানতে পারবেন ।

এই ব্লগের ভবিষ্যৎ পরিকল্পনাঃ
 আমি IT Knowledge School ব্লগটাকে ভাল এবং শিক্ষনিয় একটি প্লাটফর্মে নিয়ে যেতে চাই। কম্পিউটার, ব্লগিং এবং ইন্টারনেট জগতের সকল সমস্যার সামাধান ও নিত্য নূতন কিছু শিখিয়ে ভাল মানের  একটা ব্লগিং সাইট তৈরি করাই মূখ্য উদ্দেশ্য থাকবে। আমাদের পোষ্ট এর মাধ্যমে কাউকে ভূল তথ্য দেওয়া বা অযথা সময় নষ্ট করানো থেকে আমি সব সময় বিরত থাকি। আশা করি আপনাদের পরামর্শমূলক সহযোগিতায় আমি ব্লগটাকে ভাল অবস্থানে নিয়ে যেতে পারবো, ইনশাআল্লাহ্।

Badiuzzaman ( Rubel )